চাঁদ ধরব বলে
পূর্ণিমা রাতে
লোহার কড়াই-এ জল রেখে
বসে আছি ছাতে।
নীল আকাশ, সাদা মেঘ
গোলগাল চটপটি ঘষা চাঁদ
নেমে এলো কড়াই-এর জলে।
যেই দিই হাত
চাঁদ ভেঙ্গে কুটিকুটি
'তফাত' ! ' তফাত'!
বসে আছি, বসেই আছি
কেটে যায় রাত !
পূর্ণিমা রাতে
লোহার কড়াই-এ জল রেখে
বসে আছি ছাতে।
নীল আকাশ, সাদা মেঘ
গোলগাল চটপটি ঘষা চাঁদ
নেমে এলো কড়াই-এর জলে।
যেই দিই হাত
চাঁদ ভেঙ্গে কুটিকুটি
'তফাত' ! ' তফাত'!
বসে আছি, বসেই আছি
কেটে যায় রাত !
No comments:
Post a Comment