Tuesday, September 29, 2015

ঈশ্বর এবং স্বয়ং

অদ্বয়জ্ঞান তত্ত্বই হচ্ছে
পরম পরমার্থ এবং সত্য।

এক শুদ্ধ চেতন আত্মা ছাড়া
দ্বিতীয় কোন সৎ বস্তু নেই।

ঈশ্বরের শক্তি ছাড়া
সত্যিকারের অন্য কোনো
দ্বিতীয় শক্তিও নেই !

সেই বস্তুকে সাক্ষাৎ করা
মানুষের অধ্যাত্ম জীবনের
একমাত্র চরম ও
পরম লক্ষ্য।

পরম পুরুষার্থ যা
মোক্ষও তাই।

ভগবানকে  পরমাত্মাকে  ব্রহ্মকে পাওয়া
তো  নিঃশ্রেয়স-এরই  সমগোত্রীয়।

এসব লক্ষ্নৌর ভুলভলাইয়ার মত !
উঠতে নামতেপথ হারিয়ে যায়


আবার ঢোকাও যায়
বেরোনোও যায় !

ঈশ্বরের সাথে একাত্মতা উপলব্ধিতে
পূর্ণতা
নিজের একাকিত্ব অনুভূতিতে
শূন্যতা !

No comments:

Post a Comment