Sunday, October 11, 2015

নন্দীগ্রাম

কোন কোন বুদ্ধিজীবির চোখ ফুটিয়েছে
                    নন্দীগ্রাম।
কোন কোন বুদ্ধিজীবির ডিম ফুটিয়েছে
                   নন্দীগ্রাম।
কোন কোন বুদ্ধিজীবির পাঁয়তারা ভাঁজার মন্ত্রও
            সেই নন্দীগ্রাম।

মা-মাটি-মানুষ, চাষবাস, জীবন-জীবিকা, ধর্ম-কর্ম
            মান-সম্ভ্রম, ইজ্জত নিয়ে প্রশ্ন তুলল
            সেই নন্দীগ্রাম।

দুর্দম, দুর্মদ,  হার্মাদ,   ছেঁদো পুলিশ, আগ্নেয়াস্ত্র,
বোমা,  তলোয়ারের ঝকমকানি  দেখল
                 নন্দীগ্রাম।

শিশ্ন-প্রযুক্তির  শিল্প-জোয়ারে, বলাৎকার,
নারী সম্ভোগ, ধর্ষণ, ব্যতিক্রমী শ্লীলতাহানি,
পাতি লালফৌজ-এর  সঙ্ঘবদ্ধ লালসার শিকার,
                নন্দীগ্রাম।

বিশ্বনিন্দিত হয়ে  বিশ্বপরিচিতি পেল,
                নন্দীগ্রাম।

বীরা নন্দীমাতা, বীরাঙ্গনা নন্দীকন্যা
       নন্দিত বন্দিত নন্দীগ্রাম !

মিউ মিউ বেড়াল নয়, হাঙরবাদী  ইতরজনের
সন্ত্রাস,  হিংসা, আস্ফালন, রক্তপাত, লালসূর্য,
খুন, লাশ গায়েব, কবরে  মুণ্ডহীন পচাগলা  ধড়,
বস্তাবন্দি কবন্ধ, দুর্গন্ধে ভরপুর,  হাড়গোড়, সব উঠে এল
             সে যে, সেই, নন্দীগ্রাম !

            নন্দীগ্রাম মানুষের বিজয় দেখাবে
            ফ্যাসিস্ট মার্কসিস্টদের পরাভবে !!






No comments:

Post a Comment