"কবিতা পড়ুন, কবিতা",
কয়েকটি কৃত্তিবাস এবং কীর্তির ফোয়ারা---
মেলার লোকারণ্যে, লাল ধুলোয়
সদর দরজার কোণে স্ট্যল।
দু'চারটে কবিতার বই ওল্টাচ্ছিলাম---
হঠাৎ কানে এলো, 'টাইম্টেব্ল্ মিলবে?'
মিশকালো মেয়ে, ঠোঁটে লিপস্টিক
তলার ঠোঁটটা তেকোনা করে শিস্ দিচ্ছে
কাউন্ট্যারে বসে।
ঐ বুঝি কবিতার দীপ্ত ভবিষ্যৎ,
এবং কবিদেরও !
মেলার ঠাণ্ডায় দিনে স্ট্যল,
রাতে চাঁদ উঠলে, চাঁদা করে
মদ খাওয়া, প্রলাপে পাগল....
তখনই হবে কবিতার জন্ম !
কয়েকটি কৃত্তিবাস এবং কীর্তির ফোয়ারা---
মেলার লোকারণ্যে, লাল ধুলোয়
সদর দরজার কোণে স্ট্যল।
দু'চারটে কবিতার বই ওল্টাচ্ছিলাম---
হঠাৎ কানে এলো, 'টাইম্টেব্ল্ মিলবে?'
মিশকালো মেয়ে, ঠোঁটে লিপস্টিক
তলার ঠোঁটটা তেকোনা করে শিস্ দিচ্ছে
কাউন্ট্যারে বসে।
ঐ বুঝি কবিতার দীপ্ত ভবিষ্যৎ,
এবং কবিদেরও !
মেলার ঠাণ্ডায় দিনে স্ট্যল,
রাতে চাঁদ উঠলে, চাঁদা করে
মদ খাওয়া, প্রলাপে পাগল....
তখনই হবে কবিতার জন্ম !
No comments:
Post a Comment