Wednesday, October 21, 2015

তুমি (এক )

জলে জাগে আবর্তন....
মনেও।

জলের আবর্তন
বিন্দু থেকে বৃহত্তর হয়ে
পরে তা মিলিয়ে যায়
তীরের সীমানায়।

মনের আবর্তন
বৃহত্তর সীমা ছেড়ে
কেন্দ্রীভূত হয়
একটি দুর্লভ বিন্দুতে।

সেই অনুপম বিন্দু
সে তো তুমি !

তোমার বুদ্ধিদীপ্ত মননশীলতা
তোমার হৃদয়
তোমার সৌন্দর্য
তোমার ঘ্রাণ

পবিত্রতায় নিটোল !

No comments:

Post a Comment