এইবার ভালোবাসা ভালোবাসা খেলব।
চোর-চোর কুমির-কুমির কানামাছি
এতদিন তো খেললাম
খোলাম-কুচি দিয়ে দাগ কেটে
ঘরকেনার খেলাও সাঙ্গ হল
এখন একটু ভালোবাসা ভালোবাসা
খেললে হয় না ?
মনে পড়ে ছোটবেলার পুতুল-পুতুল খেলায়
তোমার ছেলে আমার মেয়ে ?
জুতোর বাক্সে ঘরকন্না
খাটের তলা
পাতার লুচি ?
মিনমিনিয়ে কাঁদছে ছেলে
তোমার সে যে দুধ খাওয়ানো ?
মনে পড়ে ? পড়ছে মনে ?
লজ্জা পেয়ে মুখ লুকোনো !
তখন তুমি অ-নেক ছোট
দুধের দাঁতও ছিলও বুঝি
ফুলকাটা সব ফ্রকের নিচে
ঠিকই জানি টেপ ছিল না !
এখন তুমি অনেক বড়
ফ্রক ছেড়েছ পরছ শাড়ি
রূপভরা ঐ অঙ্গখানি
খোলসছাড়া সাপটি যেন !
ভালোবাসা খেলব এবার
ভালোবাসা মনের সুখে
বাজার থেকে আনব কিনে
রূপোর ঝিনুক
দুধের বাটি !
চোর-চোর কুমির-কুমির কানামাছি
এতদিন তো খেললাম
খোলাম-কুচি দিয়ে দাগ কেটে
ঘরকেনার খেলাও সাঙ্গ হল
এখন একটু ভালোবাসা ভালোবাসা
খেললে হয় না ?
মনে পড়ে ছোটবেলার পুতুল-পুতুল খেলায়
তোমার ছেলে আমার মেয়ে ?
জুতোর বাক্সে ঘরকন্না
খাটের তলা
পাতার লুচি ?
মিনমিনিয়ে কাঁদছে ছেলে
তোমার সে যে দুধ খাওয়ানো ?
মনে পড়ে ? পড়ছে মনে ?
লজ্জা পেয়ে মুখ লুকোনো !
তখন তুমি অ-নেক ছোট
দুধের দাঁতও ছিলও বুঝি
ফুলকাটা সব ফ্রকের নিচে
ঠিকই জানি টেপ ছিল না !
এখন তুমি অনেক বড়
ফ্রক ছেড়েছ পরছ শাড়ি
রূপভরা ঐ অঙ্গখানি
খোলসছাড়া সাপটি যেন !
ভালোবাসা খেলব এবার
ভালোবাসা মনের সুখে
বাজার থেকে আনব কিনে
রূপোর ঝিনুক
দুধের বাটি !
No comments:
Post a Comment