Saturday, October 24, 2015

প্রেমভক্তি

     প্রেম-কামনা ততক্ষণ করা উচিত
           যতক্ষণ বাহ্যজ্ঞান থাকে
এবং তা নিশ্চিতভাবে বিধিসঙ্গত হতে হবে।

      কিন্তু যতক্ষণ শরীর ঠিক থাকবে
                    মন টানবে
    কামনার প্রেম ততক্ষণ চলতে থাকবে
              চলতেই থাকবে।

নানা মত অনুযায়ী প্রেমের লক্ষণগুলি

 প্রেম-পূজায় অনুরাগ
                           এটাই প্রেমভক্তি।
প্রেমের কথা
                স্পর্শ-স্পর্শী
ছলাকলা ইত্যাদিতে অনুরাগ
                             এও প্রেমভক্তি !


কিংবা আত্মরতির অবিরোধী বিষয়ে
                                      অনুরাগ
                          তাও প্রেমভক্তি !


প্রেমকর্ম তোমাকেই সমর্পণ করা
কিংবা অল্প সময়ের জন্য হলেও
তোমাতে বিচ্ছুরিত বিস্মরণ ঘটলে


প্রেমপর্বে অতীব ব্যাকুল হওয়াই
            যথার্থ প্রেমভক্তি !


________________________

মহর্ষি নারদ রচিত ভক্তি সূত্রের পটভূমিতে কবিতাটি লেখা ।


 

No comments:

Post a Comment