নারী আর পুরুষ বিধাতার দুই সৃষ্টি
শুধু দেহে নয়-- আকার অবয়ব ক্ষমতায় তারতম্য
নারীর ভিতরে আছে নবজাগরণী দৃষ্টি
পুরুষের শক্তি বীর্যে তেজোদীপ্ত মহিমাই কাম্য !
পুরুষ স্বভাবে আকাঙ্ক্ষাময়, নারী আনে তার বশ্যতা
দেহে রুপে সোহাগ-আহ্লাদে ভরায় মন
পুরুষের কাছে তাই নারী চির মধুমিতা
বুকভরা ভালোবাসা চোখভরা প্রেম-অঞ্জন !
নারীর মূর্তি দুই-- কামিনী , জননী
পুরুষের মাঝে আছে সু আর কু
নারী স্নেহশীল দাতা ত্যাগী পবিত্র সুরধুনী
পুরুষ ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের জিয়ন্ত প্রতিভু।
শুধু দেহে নয়-- আকার অবয়ব ক্ষমতায় তারতম্য
নারীর ভিতরে আছে নবজাগরণী দৃষ্টি
পুরুষের শক্তি বীর্যে তেজোদীপ্ত মহিমাই কাম্য !
পুরুষ স্বভাবে আকাঙ্ক্ষাময়, নারী আনে তার বশ্যতা
দেহে রুপে সোহাগ-আহ্লাদে ভরায় মন
পুরুষের কাছে তাই নারী চির মধুমিতা
বুকভরা ভালোবাসা চোখভরা প্রেম-অঞ্জন !
নারীর মূর্তি দুই-- কামিনী , জননী
পুরুষের মাঝে আছে সু আর কু
নারী স্নেহশীল দাতা ত্যাগী পবিত্র সুরধুনী
পুরুষ ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের জিয়ন্ত প্রতিভু।
No comments:
Post a Comment