বৈকালি ঝড় উঠবে বুঝি
বোশেখ মাসের বিকেল বেলা
কৃষ্ণচূড়ায় আবির আকাশ
শুকনো পাতা করবে খেলা।
উঠবে ধুলো, ঘূর্ণি ঝড়
ভাঙবে বুঝি তাসের ঘর ?
ছুটে গেলে আলোর চেয়েও ভীষণ বেগে
খুশির ঢেউএ বলবে রেগে
'করতে আছে এমন তরো ?'
বলবো আমি, 'চায়ের চেয়েও
মনের আকাশ অনেক বড়ো।'
নাই বা গেলে রান্নাঘর
তোমার বুকেই তুলব ঝড় !
বোশেখ মাসের বিকেল বেলা
কৃষ্ণচূড়ায় আবির আকাশ
শুকনো পাতা করবে খেলা।
উঠবে ধুলো, ঘূর্ণি ঝড়
ভাঙবে বুঝি তাসের ঘর ?
ছুটে গেলে আলোর চেয়েও ভীষণ বেগে
খুশির ঢেউএ বলবে রেগে
'করতে আছে এমন তরো ?'
বলবো আমি, 'চায়ের চেয়েও
মনের আকাশ অনেক বড়ো।'
নাই বা গেলে রান্নাঘর
তোমার বুকেই তুলব ঝড় !
No comments:
Post a Comment