Monday, October 12, 2015

ঝড়

বৈকালি ঝড় উঠবে বুঝি
          বোশেখ  মাসের  বিকেল বেলা
কৃষ্ণচূড়ায়  আবির  আকাশ
           শুকনো  পাতা করবে খেলা।
               উঠবে ধুলো,  ঘূর্ণি ঝড়
              ভাঙবে বুঝি তাসের ঘর ?

ছুটে গেলে আলোর চেয়েও ভীষণ বেগে
         খুশির ঢেউএ বলবে রেগে
         'করতে আছে এমন তরো ?'
বলবো আমি, 'চায়ের চেয়েও
               মনের আকাশ অনেক বড়ো।'
   নাই বা গেলে রান্নাঘর
তোমার বুকেই তুলব ঝড় !

No comments:

Post a Comment