Tuesday, October 13, 2015

সেই অচেনা মেয়েটি

পুষ্প পাঠায় গন্ধ-দূত   দখিন সমীরণে
              আমার বাতায়নে
    যেথায় আমি সাধতেছিনু  বাঁশি

হঠাৎ শুনি অবাক হয়ে   মিষ্টি সুরের হাসি !

তাকিয়ে দেখি   জানালা দিয়ে   দূরের পথপানে
অচেনা এক   গ্রাম্যমেয়ে    ফুলের মালা আনে !


     চমকি শুনি   আমার বাঁশির সুরে 
বাজনা বাজায়   নাচায়ে তার   পায়ের ঝুমুরে।

                   দুষ্টু বাতাসে
  আঁচলখানি উড়ায় তার   মুক্ত আকাশে !

ঐ সে আসে    চপল চোখে     ছন্দোময় নৃত্যে
একটি রঙিন ঢেউ জাগাল   আমার নবীন চিত্তে !


করবীঘেরা  কবরীকানি  পিঠেতে গেছে নেমে
             হঠাৎ কখন খেয়ালই নেই
        আমার মুখের   বাঁশিটা গেছে থেমে !

         বাঁশের বাঁশির   অসীম নীরবতা
জানায় মোদের   জীবন-নদের   কতই কথকতা !

               কেবলই বারেবারে
   চিত্ত আমার  আকুল হল   ঝুমুর ঝঙ্কারে।

  অবাক হয়ে  সবাক চোখে  দৃষ্টি-মধু মেলে
দাঁড়িয়ে আছি   নীরব আমি   মনের সুধা ঢেলে !

               শেষে পথের শেষে
চলা পায়ে হারিয়ে গেল সে   মুক্তোহাসি হেসে ।

শূন্য ঐ পথের পানেই    রইনু ক্ষণেক চেয়ে
  কেন এল মোর জীবন পরে    হৃদয়-ঘরে 
                অচেনা ঐ মেয়ে ?

হারানো ছিল   হারিয়ে গেল    হাজারো  লোকের ভিড়ে
আজও আমি ভুলতে নারি    সেই অচেনা মেয়েটিরে !



               

No comments:

Post a Comment