কুরুক্ষেত্র যুদ্ধেও দলত্যাগ !
গীতায়
শ্রীকৃষ্ণের গীতা-কথন শেষ !
যুধিষ্ঠির
ভীম-অর্জুন-নকুল-সহদেব
এবং স্রীকৃষ্ণ প্রভৃতির সহযোগে
ভীষ্ম-দ্রোণাচার্য-কৃপাচার্য প্রমুখদের সাথে
দেখা করলেন।
তাঁদের মধ্যে কথাবার্তা হল।
যুধিষ্ঠিরের আহ্বানে
যিনি যুদ্ধ করতে ইচ্ছুক
সেই যুযুৎসু
এবং যিনি কিনা দুর্যোধনদের ভাই
যুযুৎসু
ঢাক পিটিয়ে
সকলের দৃষ্টি আকর্ষণ করে
প্রকাশ্যে
নিজেদের কৌরব পক্ষ ছেড়ে
পাণ্ডব পক্ষে
চলে এলেন !
তখন থেকেই
দলত্যাগ চালু হল !
গীতায়
শ্রীকৃষ্ণের গীতা-কথন শেষ !
যুধিষ্ঠির
ভীম-অর্জুন-নকুল-সহদেব
এবং স্রীকৃষ্ণ প্রভৃতির সহযোগে
ভীষ্ম-দ্রোণাচার্য-কৃপাচার্য প্রমুখদের সাথে
দেখা করলেন।
তাঁদের মধ্যে কথাবার্তা হল।
যুধিষ্ঠিরের আহ্বানে
যিনি যুদ্ধ করতে ইচ্ছুক
সেই যুযুৎসু
এবং যিনি কিনা দুর্যোধনদের ভাই
যুযুৎসু
ঢাক পিটিয়ে
সকলের দৃষ্টি আকর্ষণ করে
প্রকাশ্যে
নিজেদের কৌরব পক্ষ ছেড়ে
পাণ্ডব পক্ষে
চলে এলেন !
তখন থেকেই
দলত্যাগ চালু হল !
No comments:
Post a Comment