Friday, October 2, 2015

যুদ্ধবিগ্রহ

লোক বসতিতে
জঙ্গলে
এখন উভয় বাহিনী।

সোজাসুজি কর্মক্রিয়া।

যুদ্ধ যুদ্ধ ভাব !
সংঘাত ঘনিয়ে আসছে।
যুদ্ধযাত্রা শুরু হল !
যুদ্ধে রাজকীয় জয় আসবে।

যুদ্ধ নীতি
যুদ্ধ রীতি
সঙ্গত অসঙ্গত
এসব নিয়ে
গণতান্ত্রিক দেশে
যুদ্ধকালীন আলোচনা
আন্দোলন চলবে।
আত্মরক্ষাও চলবে।

 এক সময় যুদ্ধবিরতি হবে।
ডোল দেওয়া শুরু হবে।

যুদ্ধে যুদ্ধাজীব থাকবে।
যুদ্ধার্থী  হার্মাদকুলও
যুদ্ধাস্ত্র ব্যবহার করবে।

যুদ্ধোত্তর পরিস্থিতিতে
বিচার বিশ্লেষণ
পর্যালোচনা
চলতে থাকবে।

যদ্ধবন্দির
 বিচার হবে।

যুদ্ধোন্মাদ ব্যক্তিবর্গ
ধৃতরাষ্ট্রের মত
অন্ধ হয়ে
গদিমোড়া চেয়ারে
বসে থাকবে !

শেষমেশ যুদ্ধাবসান ঘটবে।
শান্তি ফিরে আসবে।

যুদ্ধে যুধিষ্ঠিরদেরও
দেখা যাবে।


No comments:

Post a Comment