বিতৃষ্ণা
দুজনার স্বকৃত স্বকৃতি ছাড়া
প্রেম হয় না।
তা পরম প্রাপ্তি হতে পারে না।
পরম প্রেম না হলে
তা প্রতিদিন
প্রতিক্ষণ
প্রতি নিমেষে
বেড়ে ওঠে না।
বর্ধনশীল না হলে
বর্ধমান আনন্দ
উৎফুল্ল ভাব
আসে না।
শরীরের সৌধে
সিদ্ধি থেকে
নিঃশব্দে নিষ্ক্রমণ ঘটে।
কান্না
হা-হুতাশ
হাহাকার
ভরে ওঠে।
হৃদয়-মন
আর জঠর জুড়ে
যন্ত্রণা ছড়িয়ে পড়ে।
জন্ম নেয়
বিতৃষ্ণার।
দুজনার স্বকৃত স্বকৃতি ছাড়া
প্রেম হয় না।
তা পরম প্রাপ্তি হতে পারে না।
পরম প্রেম না হলে
তা প্রতিদিন
প্রতিক্ষণ
প্রতি নিমেষে
বেড়ে ওঠে না।
বর্ধনশীল না হলে
বর্ধমান আনন্দ
উৎফুল্ল ভাব
আসে না।
শরীরের সৌধে
সিদ্ধি থেকে
নিঃশব্দে নিষ্ক্রমণ ঘটে।
কান্না
হা-হুতাশ
হাহাকার
ভরে ওঠে।
হৃদয়-মন
আর জঠর জুড়ে
যন্ত্রণা ছড়িয়ে পড়ে।
জন্ম নেয়
বিতৃষ্ণার।
No comments:
Post a Comment