Sunday, April 17, 2016

বিজয়ী নারী

নারীরা পুরুষদের
ক্রীড়া সামগ্রী দিয়ে
পুষে রাখে।

যখন আর
পোষ মানাতে পারে না
তখন জাপটে ধরে !
আঁচরিয়ে খামচিয়ে কামড়িয়ে
ক্ষতবিক্ষত করে তোলে।

নগ্নদেহে স্পন্দন বিলোয়।

আছড়িয়ে মারে
সাধের প্রাণের
পুরুষ প্রাণিটিরে !

প্রাণহীন স্পন্দনহীন হয়ে
পড়ে থাকে পুরুষ।

বিজয়ী হয় নারী।

No comments:

Post a Comment