Tuesday, August 30, 2016

অবেলায়

শীত শীত বিকেল
কচুরপাতার ফাঁক গলে রোদ
গড়িয়ে পড়া বারান্দায়
ইজিচেয়ারে হেলান দিয়ে
ভাবছি আমি  ভাবছি আমি
জটপাকানো চুলের মাঝে
আঙ্গুল চালাই  কপাল টিপি
ঘন্টা দেড়েক কেটেই গেল
ঠাণ্ডা চায়ের বরাত ভালো !


বসেই আছি  বসেই আছি
সিগারেটের শূন্য প্যাকেট
একটুখানি বেড়িয়ে আসার 
প্রত্যাশাটা বড়ই মিঠে
টেবিলক্লথের প্রজাপতি
এমএর খাতায় শ্যামলী সেন
বেলাশেষের মশার কামড়
সাঁঝের প্রদীপ  শাঁখের ধ্বনি !


দিনের শেষের  হিমেল হাওয়া 
শিরদাঁড়াতে  উষ্ণস্রোত
বুকের মাঝে  'বকুম'  'বকুম'
অবুঝ হওয়া  শ্বেত কপোত !
বেলা শেষের  এই অবেলায়  
হতাশা নামে  শ্যামলী সেন !


ধন্যি তোমার  বেড়িয়ে আসা
প্রেমের মাঝে  হাই-ফেন !

No comments:

Post a Comment