Tuesday, August 30, 2016

ব্যর্থতা

কবিতারা ব্যর্থ সব
কী হবে প্রেমের কবিতা লিখে লিখে ? 

যৌবনের ব-দ্বীপে
খাঁড়ির শ্যাওলাতে
লগি ঠেলে ঠেলে
ক্লান্ত আর অবসন্ন
আমি যখন ঝিমুতে ব্যস্ত

তখন অন্য কোন ঝড়ের সংকেত
                 বৃষ্টি
এবং তা বেড়ে বেড়ে বন্যা
সকল বন্যতাকেও ডিঙ্গিয়ে ডুবিয়ে তছনছ করে দিলে !
কবিতারা ব্যর্থ সব
কী হবে প্রেমের কবিতা শুধু শুধু লিখে ?

No comments:

Post a Comment