মন বিকোবে মনের দরে মনের কাছে
মন বিকোবে চোখের তারার মুগ্ধ লাজে
মন বিকোবে মধুর মনের বিকিরণে
মন বিকোবে প্রেমের সাথে প্রতিক্ষণে ।
মন বিকোবে ভালোবাসার মূর্ছনাতে
মন বিকোবে তারায় ভরা জ্যোৎস্না রাতে
মন বিকোবে হৃদয় সাথে হিয়া মিলে
মন বিকোবে ওষ্ঠ সাথে ওষ্ঠ দিলে ।
মন বিকোবে মনের দরে মনের কাছে
মন বিকোবে পাগল করা প্রিয়ার কাছে !
মন বিকোবে চোখের তারার মুগ্ধ লাজে
মন বিকোবে মধুর মনের বিকিরণে
মন বিকোবে প্রেমের সাথে প্রতিক্ষণে ।
মন বিকোবে ভালোবাসার মূর্ছনাতে
মন বিকোবে তারায় ভরা জ্যোৎস্না রাতে
মন বিকোবে হৃদয় সাথে হিয়া মিলে
মন বিকোবে ওষ্ঠ সাথে ওষ্ঠ দিলে ।
মন বিকোবে মনের দরে মনের কাছে
মন বিকোবে পাগল করা প্রিয়ার কাছে !
No comments:
Post a Comment