চির অচেনাকে
পাওয়ার স্বাদই আলাদা ।
আমি দুর্নিবার আকাঙক্ষায়
বিবশ ।
ক্ষীণ কটিবন্ধে জড়ানো পরিধেয়
খসে যেতে চাইছে !
আমি বিবস্ত্রা চাই না
তোমাকে বিমনা দেখতে চাইছি !
মুখের হাসি
দাঁতের ঝিলিকে
আমার তারুণ্যের চোখে
জ্বলজ্বল করে ধরা পড়ে ।
আমি বিস্ময়ে
বিস্মিত হয়ে যাই ।
তোমার চলার ছন্দে
নদীরা গতি পায় ।
তুমি দাঁড়িয়ে পড়লে
নদী স্তব্ধ হয়ে
তোমার আরতি করে ।
যদিও আমার অল্পেই পুণ্য
তবু তুমি চিরকাল
দুঃখদায়িনীই রয়ে গেলে !
কিন্তু তোমার সুখ
মেঘের আড়াল থেকে
সন্ধ্যাতারার মত
চেয়ে থাকে
চেয়ে চেয়ে থাকে
হাসে
আমাকে
না অন্য কাউকে
না জানি
সত্যি সত্যি কাকে ভালোবাসে ?
পাওয়ার স্বাদই আলাদা ।
আমি দুর্নিবার আকাঙক্ষায়
বিবশ ।
ক্ষীণ কটিবন্ধে জড়ানো পরিধেয়
খসে যেতে চাইছে !
আমি বিবস্ত্রা চাই না
তোমাকে বিমনা দেখতে চাইছি !
মুখের হাসি
দাঁতের ঝিলিকে
আমার তারুণ্যের চোখে
জ্বলজ্বল করে ধরা পড়ে ।
আমি বিস্ময়ে
বিস্মিত হয়ে যাই ।
তোমার চলার ছন্দে
নদীরা গতি পায় ।
তুমি দাঁড়িয়ে পড়লে
নদী স্তব্ধ হয়ে
তোমার আরতি করে ।
যদিও আমার অল্পেই পুণ্য
তবু তুমি চিরকাল
দুঃখদায়িনীই রয়ে গেলে !
কিন্তু তোমার সুখ
মেঘের আড়াল থেকে
সন্ধ্যাতারার মত
চেয়ে থাকে
চেয়ে চেয়ে থাকে
হাসে
আমাকে
না অন্য কাউকে
না জানি
সত্যি সত্যি কাকে ভালোবাসে ?
No comments:
Post a Comment