যে অনুভব দ্বারা
কাছের মানুষ
দুরের বলে প্রতীতি জন্মায়
তাই হল প্রেম ।
তুমি তো এমনিই
আমার হতে পার ।
তাহলে মাঝে আবার
প্রেম কেন ?
ঘুরপথে পাওয়া কি
পাওয়াকেও ছাপিয়ে যায় ?
যে অনুভব দ্বারা
কাছের তোমাকে
অনেক দূরে দাঁড়িয়ে আছো
দেখতে ইচ্ছে করে
তারে বলে প্রেম !
ইচ্ছা করে
আবার প্রথম আলাপ হ'ক ।
আবার আমরা
শূন্য থেকে শুরু করি !
কাছের মানুষ
দুরের বলে প্রতীতি জন্মায়
তাই হল প্রেম ।
তুমি তো এমনিই
আমার হতে পার ।
তাহলে মাঝে আবার
প্রেম কেন ?
ঘুরপথে পাওয়া কি
পাওয়াকেও ছাপিয়ে যায় ?
যে অনুভব দ্বারা
কাছের তোমাকে
অনেক দূরে দাঁড়িয়ে আছো
দেখতে ইচ্ছে করে
তারে বলে প্রেম !
ইচ্ছা করে
আবার প্রথম আলাপ হ'ক ।
আবার আমরা
শূন্য থেকে শুরু করি !
No comments:
Post a Comment