শ্যামলা মেয়ে
বেঁটে খাটো
তবে ব্যবহারে অনেক লম্বা
আন্তরিক ঐশ্বর্যপূর্ণ।
মেয়েটি ভালো
সুন্দর শোভাময়
অঙ্গসৌষ্ঠব মাধুর্যপূর্ণ
প্রণয় উদ্দীপক
ভালোবাসার যোগ্য
চির আনন্দদায়ক
সারা শরীরে স্তনসুলভ কমনীয়তা
শরীরে মধুর গন্ধ ভরপুর
সুরেলা নম্র কিঙ্কিণি কণ্ঠ
বিরতি নেই বিশ্রাম নেই
স্বতই আগ্রহে পরিপূর্ণ
সতত ক্রিয়াশীল
হাল্কা চুলের সমীচীন স্পর্শ
মধুরভাষিনী মঞ্জুহাসিনী
চির পুষ্পায়িত গুল্ম বীথিকা
সুঘ্রাণে আগ্রহ বাড়ায়
তৃপ্তিকর রতিবিলাসে স্বাচ্ছন্দ্য
আনন্দে আহ্লাদে পাগলপারা
মুখে মৃদু হাসি
না বলতে শেখেনি
ওর ভালোবাসাবাসি
আমি আজও ভালোবাসি!
বেঁটে খাটো
তবে ব্যবহারে অনেক লম্বা
আন্তরিক ঐশ্বর্যপূর্ণ।
মেয়েটি ভালো
সুন্দর শোভাময়
অঙ্গসৌষ্ঠব মাধুর্যপূর্ণ
প্রণয় উদ্দীপক
ভালোবাসার যোগ্য
চির আনন্দদায়ক
সারা শরীরে স্তনসুলভ কমনীয়তা
শরীরে মধুর গন্ধ ভরপুর
সুরেলা নম্র কিঙ্কিণি কণ্ঠ
বিরতি নেই বিশ্রাম নেই
স্বতই আগ্রহে পরিপূর্ণ
সতত ক্রিয়াশীল
হাল্কা চুলের সমীচীন স্পর্শ
মধুরভাষিনী মঞ্জুহাসিনী
চির পুষ্পায়িত গুল্ম বীথিকা
সুঘ্রাণে আগ্রহ বাড়ায়
তৃপ্তিকর রতিবিলাসে স্বাচ্ছন্দ্য
আনন্দে আহ্লাদে পাগলপারা
মুখে মৃদু হাসি
না বলতে শেখেনি
ওর ভালোবাসাবাসি
আমি আজও ভালোবাসি!
No comments:
Post a Comment