হংস
মাথা নত করে
নিতম্ব আন্দোলিত করে
লীলায়িত গমনে
চরে বেড়ায়।
হংস মন্দগামী।
তোমাকে দেখলেই
হংসীর গমনভঙ্গি
মনে পড়ে।
তুমি হংসগমনা।
মকবুল ফিদা হুসেনের
হংসগামিনী!
মাথা নত করে
নিতম্ব আন্দোলিত করে
লীলায়িত গমনে
চরে বেড়ায়।
হংস মন্দগামী।
তোমাকে দেখলেই
হংসীর গমনভঙ্গি
মনে পড়ে।
তুমি হংসগমনা।
মকবুল ফিদা হুসেনের
হংসগামিনী!
No comments:
Post a Comment