Wednesday, September 21, 2016

কাল ও পরমেশ্বর

আমরা সকলে
কালের প্রভাবে
প্রভাবিত।
কালের সীমানায়
সীমাবদ্ধ।
সংস্পর্শজনিত
সংযোগজনিত
সব সুখ
আসলে দুঃখের নামান্তর।
সুখ যেমন
কালের দ্বারা সীমিত
দুঃখও
কালের নিয়মে দমিত।
এক এবং অদ্বিতীয় পরমেশ্বরই
কালের অতীত।
কাল দ্বারা
তাঁকে
সীমিত করা যায় না।।
নিরূপিতও
করা যায় না।

পরম ঈশ্বর
উনি
সর্ব কালের ঊর্ধ্বে।
সেই ঊর্ধ্বের
কোনো ঊর্ধ্বসীমা নেই।  

No comments:

Post a Comment