Wednesday, September 21, 2016

সত্যধর্ম

সত্যের কোন   আলাদা ধর্ম নেই
ভারত এখন ধর্ম নিরপেক্ষ দেশ!
ধর্ম এখানে নিরপেক্ষতায় নিরপেক্ষ!
' সত্যমেব জয়তে ',     তাই অসার!

অথচ শরিয়তি আইন কানুন
ড্যাবড্যাব করে  চেয়ে  চেয়ে
পক্ষ নেয়             কথা বলে
একটা বিশেষ ধর্মীয়গোষ্ঠীর স্বপক্ষে!

' পারসোনাল ল '-কে   রাষ্ট্রীয় ব্যবস্থার আওতায়
নিয়ে আসতে চায় না        একটা  দুশমন গোষ্ঠী।
সঙ্গে থাকে     মদত দেয়         ভারত সরকারও।

সামাজিক ও ধর্মীয়  ন্যায়পরায়ণতা ছাড়া
সব সত্য                     উদ্ভাসিত হয় না!

যখন          সত্যের সত্যধর্ম থাকবে
ন্যায়     ন্যায় হিসাবে প্রতিভাত হবে
অন্যায় বিভাজন  অনিয়ম  দূর হবে
তখন ভারত               ভারত হবে!  


No comments:

Post a Comment