Wednesday, September 21, 2016

বৈঁচির মালা

বোঁচ নামের
কন্টক গুল্মের ফল
পাকলে
খয়েরি রঙের।

প্রাচীন কালের
হত দরিদ্র ফুল্লরা
তাই খেয়ে
উপবাস ভাঙতো!

সোনাঝুরির ঝুরি দিয়ে
মালা গেঁথে
বৈঁচির মালা
দিদিমা আমদের দিতেন।

আমরা খেলতাম
         ফেলতাম
          খেতাম।
টক মিষ্টি কষায় স্বাদ
খেতে  আহামরি  নয়।
তবে পেলে খুশি হতাম!

No comments:

Post a Comment