রামের সাথে
লক্ষ্মীকে মানায় না
কৃষ্ণের সাথেও না
শিবের সাথেও নয়।
লক্ষ্মী বলতেই
চিন্তা ভাবনায়
নারায়ণ জায়া বুঝি।
নারায়ণের বাহন
পক্ষিরাজ গরুড়।
বিষ্ণুর বাহনও তাই!
গরুড়
পিঠে গুরুভার নিয়ে
উড়তে পারে।
স্বর্ণময় পক্ষ তার।
গরুড়ের ডানার ঝাপটায়
সামবেদের মন্ত্র
ঝংকৃত হয়।
লক্ষ্মীর বাহন
প্যাঁচা।
প্যাঁচা দিবান্ধ।
প্যাঁচার চোখের রেটিনায়
ক্যারটিনয়েড
রোডেপসিন
কম।
সূর্যালোক
সহ্য করতে পারে না।
তবে রাতে স্বচ্ছন্দ।
গরুড়ের পিঠে
লক্ষ্মী নারায়ণ
আর লক্ষ্মীর বাহন
প্যাঁচাও।
দিনের বেলায়
প্যাঁচা
চোখ বুজে
চুপ করে
বসে থাকে।
রাতে প্যাঁচা
উড়ে বেড়ায়।
লক্ষ্মী বরাবর নিরামিষাশী।
প্যাঁচা আমিষাশী
সাপ ব্যাঙ ছুঁচো ইঁদুর
এসব ধরে খায়।
ইঁদুর খেলে
গণেশ রাগ করে!
লক্ষ্মীকে মানায় না
কৃষ্ণের সাথেও না
শিবের সাথেও নয়।
লক্ষ্মী বলতেই
চিন্তা ভাবনায়
নারায়ণ জায়া বুঝি।
নারায়ণের বাহন
পক্ষিরাজ গরুড়।
বিষ্ণুর বাহনও তাই!
গরুড়
পিঠে গুরুভার নিয়ে
উড়তে পারে।
স্বর্ণময় পক্ষ তার।
গরুড়ের ডানার ঝাপটায়
সামবেদের মন্ত্র
ঝংকৃত হয়।
লক্ষ্মীর বাহন
প্যাঁচা।
প্যাঁচা দিবান্ধ।
প্যাঁচার চোখের রেটিনায়
ক্যারটিনয়েড
রোডেপসিন
কম।
সূর্যালোক
সহ্য করতে পারে না।
তবে রাতে স্বচ্ছন্দ।
গরুড়ের পিঠে
লক্ষ্মী নারায়ণ
আর লক্ষ্মীর বাহন
প্যাঁচাও।
দিনের বেলায়
প্যাঁচা
চোখ বুজে
চুপ করে
বসে থাকে।
রাতে প্যাঁচা
উড়ে বেড়ায়।
লক্ষ্মী বরাবর নিরামিষাশী।
প্যাঁচা আমিষাশী
সাপ ব্যাঙ ছুঁচো ইঁদুর
এসব ধরে খায়।
ইঁদুর খেলে
গণেশ রাগ করে!
No comments:
Post a Comment