Sunday, September 18, 2016

তুমি (দুই )

স্থূলে    ব্যষ্টিতে
তুমি  কেবল
আমার একা।
সূক্ষ্মে   
সমষ্টিতে তুমি আমদের সকলের।
কারণে
তুমি আমার
আমাদের
বিশ্বের
বিশ্বচরাচরের
প্রত্যেকের।
আর কারণাতীত স্বরূপে
তুমি বহির্বিশ্বের  
এবং বিশ্ববিশ্বের সকলের।
তোমার  কারণাতীত প্রেম
সূক্ষ্মতায় শূন্য
ছোট শূন্য      বড় শূন্য 
শূন্য    শূন্য
মহাশূন্য
তাই   পরিপূর্ণ!


তোমার অসীম 
আনন্দময় প্রেমে
পরিপূর্ণ প্রেম
পরিপূর্ণ  সত্ত্বা
পরিপূর্ণ আনন্দ!

No comments:

Post a Comment