Sunday, September 18, 2016

আকাশপ্রদীপ

বাংলা কার্তিক মাসের
শুক্ল প্রতিপদ থেকে
অমাবস্যা পর্যন্ত
ত্রিশ তিথি ব্যাপী
এক চান্দ্র মাসে
দেবতাদের উদ্দেশে
আকাশে আকাশপ্রদীপ দেওয়ার রীতি।

সন্ধ্যা থেকে সারা রাত্তির
একটা বাঁশের আগায়
আকাশে প্রদীপ জ্বেলে রাখা হয়।
এটা অবিশ্যি পুরনো প্রথা!

আকাশপপদীপ ব্যবস্থা
হিন্দুদের কুলধর্ম।
দেখা যাচ্ছে
এখন তারা কুলধর্ম চ্যুত!

রাতে অল্প অল্প ঠাণ্ডায়
আকাশপ্রদীপের আলো
মনকে নাড়া দেয়।

আমরা নীহারিকার মাঝে
যেন হারিয়ে যাই!

No comments:

Post a Comment