Friday, September 2, 2016

নব্য পুরাণ

সম্যকরূপে সমগ্ররূপে
ইচ্ছা জাগলে
ইচ্ছাঠাকরুন
সে ইচ্ছা
পূরণ করে দেন ।

পুরাণের কচকচানি
পুরোনো কথা ।

জাতপাতের নবীকরণ
ননসিডিউল্ড এবং
সিডিউল্ড কাস্ট
তৈরি করে
সিডিউস এবং সিডেট
করে দিয়েছে!

ব্রাহ্মণেরা
এখন আর
বর্ণসেরা নয়
বর্ণচোরা !


অব্রাহ্মণেরাই
ব্রাহ্মণে
রূপান্তরিত !


পরিণত পরীক্ষিত পরিশীলিত
পাটিগণিত!

বেঁচে ছিল পুরানো পুরাণ
বেঁচে থাক নব্য পুরাণ
পার্লামেন্ট প্রসিডিং যার নাম !

No comments:

Post a Comment