Friday, September 2, 2016

সনাতনি ভাবধারা

আমাদের পরম্পরা
সংস্কার সংস্কৃতি সমৃদ্ধি
সনাতনি ঐতিহ্য
এসব কোনো স্থূল
বা জড় পদার্থ নয়
এ হল গঙ্গার জলধারার মতো
পুণ্যসলিলা
পবিত্র
চির প্রবাহিত ।


তাতে কত কিছু মিশবে
সংন্যস্ত হবে
সংসৃষ্ট সম্পৃক্ত হবে ।


কতকিছু ভাসবে
ডুববে ।


সব এক হয়ে
একাকার হয়ে যাবে ।


আবার কত মন্দ জিনিসও
মিশতে পারে ।


সাথে সাথে
অপবিত্র অবাঞ্ছিত
হীন বস্তুসকল
কালের অমোঘ নিয়মে
বর্জনও হয়ে যাবে !

No comments:

Post a Comment