Wednesday, September 21, 2016

শয়তান

ইসলামের মত অনুযায়ী
শয়তান
জিনদের মধ্যে
অভিশাপ প্রাপ্ত।
শয়তানের বিচরণ ক্ষেত্র
জল
মাটি
আকাশের চতুর্থস্তর পর্যন্ত।
মানব দেহে
পশুর দেহে
পাখির দেহে।

শয়তান
স্বভাবে অনিষ্টকারী
প্রতিহিংসাপরায়ণ।
এক  শ্রেণির  মানুষকে
সঠিক উপাস্য নির্বাচনে
বিভ্রান্ত করে!

শয়তান
আল্লাহ বিরোধী
এবং আল্লাহ বিদ্বেষী
মতবাদ ছড়ায়।

শয়তান
বিশৃঙ্খলতা ও বিদ্রোহ প্রচেষ্টায়
মুসলমানদের
মূল ভাবনাকে
বিপথগামী করতে চায়।

শয়তান
আল্লাহ কর্তৃক ঘোষিত
ইসলামি পন্থার
শত্রু।
চির শত্রু।

শয়তান
আরবিতে শৈতান।

শয়তানের ব্যাপারে
ইহুদি  ও  খ্রিস্টান
ধর্মশাস্ত্রগুলিতেও
উল্লেখ আছে।
সেখানে শয়তান ঈশ্বরবিদ্বেষী
দেবদূত বিশেষ!

খাঁটি বাংলায়
শয়তান
পাপাত্ম
অতি দুর্বৃত্ত
বদ
এবং বদমাইশ!

No comments:

Post a Comment