Wednesday, September 21, 2016

ঈশ্বর ও আমরা ( এক )

ঈশ্বর অখণ্ড সমষ্টি চৈতন্য
তাঁর আধারে
আমরা ব্যষ্টি চৈতন্যে
বিদ্যমান।

সচ্চিদানন্দস্বরূপ
নিত্য সত্তা
আলাদা

আর
আমাদের
ক্ষণিক ক্ষণের
প্রতিভাসিত বাহ্যসত্তার
স্থূলমূল

বাস্তবিক অনিত্য।



সূত্র         স্বামী অভেদানন্দজি মহারাজ।
             ' ঈশ্বরের অস্তিত্ব ও মহত্ত্ব ' ।
              পৃষ্ঠা   ৬২  ।

No comments:

Post a Comment