Monday, September 5, 2016

ছাগীর প্রসব বেদনা

ছাগীর প্রসব বেদনা উঠেছিল
হাসপাতালের চৌহদ্দির ভেতর
লেবাররুমের পাশেই ।

পেটমোটা ছাগীটা
একটা একটা করে
তি ন টে  বাচ্চা
বিয়োলো !

পাশেই তার গর্বে ভরা
মোটা মালকিন ।

অ্যাম্বুলেন্স এলো না
লাগলো না
স্টাফ নার্সের
প্রয়োজন ।


না এন্টিসেপটিক লোশন
না নিডিল
না ক্যাটগাট !

পোস্টন্যাটাল কেয়ারের জন্য
আউটডোরের টকিটের সংখ্যাও
সেদিন বাড়েনি ।

ছাগীর প্রসব বেদনা উঠেছিল
হাসপাতালের চৌহদ্দির ভেতর
এবং লেবাররুমের পাশেই !

No comments:

Post a Comment