Monday, September 5, 2016

ভালোবাসা (দুই)

যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে
আমার দাবি থাকে
ভোগের ইচ্ছা থাকে
অনুরাগে আসক্তি থাকে
ততক্ষণ তোমার ভালোবাসা
আমি খুঁজে পাই না !

যতক্ষণ পর্যন্ত না আমরা
নিঃস্পৃহ থেকে
মর্মে মর্মে বুঝতে পারি
আমরা একে অন্যকে ভালোবাসি


ততক্ষণ পর্যন্ত
ভালোবাসা শুদ্ধ
আর নিখাদ হলেও


ভালোবাসা
ভালোবাসা হয় না !

No comments:

Post a Comment