আমি যখন মৌন থাকি
তখন ব্রহ্মের বর্ণনা এসে যায় ।
আমার মন
তাঁকে না পেয়ে
বরেবারে
আমারই কাছে
ফিরে ফিরে আসে ।
আমি আবার নিশ্চুপ হয়ে
নিস্তব্ধ হয়ে যাই !
তখন ব্রহ্মের বর্ণনা এসে যায় ।
আমার মন
তাঁকে না পেয়ে
বরেবারে
আমারই কাছে
ফিরে ফিরে আসে ।
আমি আবার নিশ্চুপ হয়ে
নিস্তব্ধ হয়ে যাই !
No comments:
Post a Comment