তোমার শরীরে
এমন কোন জায়গা নেই
যেখানে প্রেম নেই !
প্রেম যেমন তোমার শরীরে আছে
তেমন আবার শরীরের বাইরেও
ব্যবহারেও আছে !
তুমি তো ছলাকলায়
অসম্ভবকে সম্ভব করে তোল ।
তোমার স্বভাবেই
তুমি আমাকে প্রশ্রয় দিয়েছ !
তোমার প্রেম
অপ্রেম
প্রতিহিংসা
তাচ্ছিল্য
বিনা কারণেই উৎসারিত হয় !
প্রেম হল তোমার গুণ ।
তুমি রজোগুণে গুণান্বিতা ।
তুমি তো দারুণ রহস্যময়ী
তায় নারী !
নারীশ্রেষ্ঠা ! শ্রেষ্ঠানারী !!
এমন কোন জায়গা নেই
যেখানে প্রেম নেই !
প্রেম যেমন তোমার শরীরে আছে
তেমন আবার শরীরের বাইরেও
ব্যবহারেও আছে !
তুমি তো ছলাকলায়
অসম্ভবকে সম্ভব করে তোল ।
তোমার স্বভাবেই
তুমি আমাকে প্রশ্রয় দিয়েছ !
তোমার প্রেম
অপ্রেম
প্রতিহিংসা
তাচ্ছিল্য
বিনা কারণেই উৎসারিত হয় !
প্রেম হল তোমার গুণ ।
তুমি রজোগুণে গুণান্বিতা ।
তুমি তো দারুণ রহস্যময়ী
তায় নারী !
নারীশ্রেষ্ঠা ! শ্রেষ্ঠানারী !!
No comments:
Post a Comment