Wednesday, September 21, 2016

অভ্যাসযোগ ও অষ্টাঙ্গযোগ

যম
নিয়ম
আসন
প্রাণায়াম
প্রত্যাহার
ধারণা
এবং ধ্যানের অভ্যাসকে
অভ্যাসযোগ বলে।

ওপরের অভ্যাসের প্রক্রিয়াগুলিতে
আন্তরিকভাবে
মনঃসংযোগ করলে
ঈশ্বরকে
স্মরণ মনন করলে
অভ্যাসযোগে
চিত্ত
অভ্যাসের বশীভূত হয়
এবং নিরন্তর
শাস্ত্রসম্মত অভ্যাসেই
নিবিষ্ট থাকে।

এই অভ্যাসযোগের
প্রসারিত ফলশ্রুতি
সমাধি অবস্থা।

সমাধি অবস্থা
প্রাপ্ত হলে
তা অষ্টাঙ্গযোগে
পর্যবসিত হয়।

No comments:

Post a Comment