Friday, September 30, 2016

কবিতা ( তিন )

কবিতা
বিশ্বের বিশুদ্ধতম ভালোবাসা
নিখাদ সৌন্দর্যে  মহান
কবিতা  আনন্দ আনে
আনন্দ বিলোতে পারে বিশ্বে
অথচ নিঃস্ব করে না
করে না গর্বিত
কিংবা গর্হিত

কবিতা
বিশ্বের বিশুদ্ধতম
উদার ভালোবাসা

 বিশ্বমনের
একান্ত নির্জনেও
আশারস্থল

No comments:

Post a Comment