পাত্রীপক্ষ
কন্যাপক্ষের শয়তানি
পাত্রী দেখার হয়রানি।
অর্থ গেল সময় গেল
একটা পুরো বিকেল গেল
আমি কি আর সব জানি?
শুধু শুধুই হয়রানি!
পাত্রীপক্ষ মজা করে
বাজার দরে পাত্র ধরে
আলু পটলের
ফারাক বোঝে
বাজার উঠলে
আবার ছোটে!
নতুন নতুন
পাত্র খোঁজে।
পাত্র বাজারে
দরাদরি
এমন
পাত্রীপক্ষের
ছড়াছড়ি!
No comments:
Post a Comment