আঠারো বছর ধরে আমি পথ হাঁটিতেছি
পাহাড়ি ঝালদা থেকে সমুদ্রের কাছাকাছি কাঁথি
শালের সৌন্দর্যঘেরা গড়বেতা ঝাড়গ্রাম শালবনি
রাঙাডি খাতড়া বিষ্ণুপুর খড়্গপুরের রুক্ষতায়
রোদ বৃষ্টি ঝড়ে শীতে ও গরমে দিনে ও রাতে
রাস্তার ধুলোয় কাঁকরে বালিতে লোডসেডিং-এও।
এক হাতে ভীমমার্কা মার্কামারা ভারি চামড়ার ব্যাগ
টারগেটের সুতীক্ষ্ণ রক্তঝরা খোঁচায় ক্লিষ্ট মন
অন্যহাতে মোছাঘামগন্ধেভরা কোঁচকানো রুমাল
নিজের মেরুদণ্ড বেঁকিয়ে ঠেকিয়ে রাখি চাকরি
অর্থপিশাচ মালিককে করি আরো বলীয়ান।
আঠারো বছর ধরে পায়ে পায়ে মাড়িয়ে চলেছি
কত-না দুঃখদায়ী অভিশপ্ত দুঃসময়।
পাহাড়ি ঝালদা থেকে সমুদ্রের কাছাকাছি কাঁথি
শালের সৌন্দর্যঘেরা গড়বেতা ঝাড়গ্রাম শালবনি
রাঙাডি খাতড়া বিষ্ণুপুর খড়্গপুরের রুক্ষতায়
রোদ বৃষ্টি ঝড়ে শীতে ও গরমে দিনে ও রাতে
রাস্তার ধুলোয় কাঁকরে বালিতে লোডসেডিং-এও।
এক হাতে ভীমমার্কা মার্কামারা ভারি চামড়ার ব্যাগ
টারগেটের সুতীক্ষ্ণ রক্তঝরা খোঁচায় ক্লিষ্ট মন
অন্যহাতে মোছাঘামগন্ধেভরা কোঁচকানো রুমাল
নিজের মেরুদণ্ড বেঁকিয়ে ঠেকিয়ে রাখি চাকরি
অর্থপিশাচ মালিককে করি আরো বলীয়ান।
আঠারো বছর ধরে পায়ে পায়ে মাড়িয়ে চলেছি
কত-না দুঃখদায়ী অভিশপ্ত দুঃসময়।
No comments:
Post a Comment