শিশুরা ঈশ্বরপ্রদত্ত সন্তান।
ভগবানের ওপর ওদের স্বভাবজাত আকর্ষণ
ওদের কোমল স্বভাব কোমল হৃদয়
অতিপ্রাকৃত বিস্ময় বিশ্বাস মেনে নেয়
ঠাকুরদেবতাকে ফুল দিয়ে পূজা করে।
এই বিশ্বাস কি তবে
ধর্মবোধের প্রাথমিক সোপান হিসাবে
জেগে ওঠে?
তবে বড় হওয়ার সাথে সাথে
এই বিশ্বাসে চিড় ধরে
ধীরে ধীরে বুদ্ধি দিয়ে বিচার করে।
প্রশ্ন করে উত্তর চায়
ক্রমান্বয়ে বিশ্লেষণধর্মী হয়ে বেড়ে ওঠে
তবে ধর্মভাব যায় না
আরো আরো প্রশ্ন থেকে যায়!
ভগবানের ওপর ওদের স্বভাবজাত আকর্ষণ
ওদের কোমল স্বভাব কোমল হৃদয়
অতিপ্রাকৃত বিস্ময় বিশ্বাস মেনে নেয়
ঠাকুরদেবতাকে ফুল দিয়ে পূজা করে।
এই বিশ্বাস কি তবে
ধর্মবোধের প্রাথমিক সোপান হিসাবে
জেগে ওঠে?
তবে বড় হওয়ার সাথে সাথে
এই বিশ্বাসে চিড় ধরে
ধীরে ধীরে বুদ্ধি দিয়ে বিচার করে।
প্রশ্ন করে উত্তর চায়
ক্রমান্বয়ে বিশ্লেষণধর্মী হয়ে বেড়ে ওঠে
তবে ধর্মভাব যায় না
আরো আরো প্রশ্ন থেকে যায়!
No comments:
Post a Comment