কবিতারা মর্মভেদী
মর্মরভেদীও হয় বা!
তোমার নিজস্ব সিদ্ধান্তে
তুমি অটল।
পরিবর্তনবিমুখতার পাখোয়াজ।
তুমি কেবল
তোমার নিজের শব্দের জটলায়
আবছা অন্ধকারে
জীবনের জটিলতা নিয়ে
বেঁচে আছো।
শ্রী নেই
ছন্দ নেই
অন্য মানুষের জন্য
আলাদা অনুভূতি নেই।
সঠিক পা ফেলতে জানো না
মেপে পদচারণা করো।
আমি আমার জীবনের বিন্যাসে
উন্নাসিক তোমাকে
আত্মসাৎ করে
নিজের মতন
গড়ে তুলবো।
আমি বাস্তববাদী।
বস্তুবাদী পদার্থদর্শনে দার্শনিক।
তোমাকে ভাববাদীতে
রূপান্তর করে নেব।
তোমার মৃত ভালোবাসা
কবিতা হয়ে যাবে!
মর্মরভেদীও হয় বা!
তোমার নিজস্ব সিদ্ধান্তে
তুমি অটল।
পরিবর্তনবিমুখতার পাখোয়াজ।
তুমি কেবল
তোমার নিজের শব্দের জটলায়
আবছা অন্ধকারে
জীবনের জটিলতা নিয়ে
বেঁচে আছো।
শ্রী নেই
ছন্দ নেই
অন্য মানুষের জন্য
আলাদা অনুভূতি নেই।
সঠিক পা ফেলতে জানো না
মেপে পদচারণা করো।
আমি আমার জীবনের বিন্যাসে
উন্নাসিক তোমাকে
আত্মসাৎ করে
নিজের মতন
গড়ে তুলবো।
আমি বাস্তববাদী।
বস্তুবাদী পদার্থদর্শনে দার্শনিক।
তোমাকে ভাববাদীতে
রূপান্তর করে নেব।
তোমার মৃত ভালোবাসা
কবিতা হয়ে যাবে!
No comments:
Post a Comment