না বলা কথাটি না বলা রয়েছে
নদীতে ঢেউ ছিল নীরবে বয়েছে
মাধবী নামে সে মানসী হতে চায়
প্রেয়সী নামে তারে কেমনে ডাকি হায় !
আলাপ নেই কোনো চোখের দেখাতে
মনের সাথে মন মনের ব্যথাতে
কাজল কালো চোখ কপালে কুমকুম
পায়েতে তোড়া নাচে আওয়াজ রুমঝুম !
না বলা কথাটি না বলা থাক না
জীবন কেটে যাক বিরসে যাক না
হৃদয়ে তোলা থাক কুহকী কুহকী আশা
মনের অসুখে সুখ বিরহেই ভালোবাসা !
নদীতে ঢেউ ছিল নীরবে বয়েছে
মাধবী নামে সে মানসী হতে চায়
প্রেয়সী নামে তারে কেমনে ডাকি হায় !
আলাপ নেই কোনো চোখের দেখাতে
মনের সাথে মন মনের ব্যথাতে
কাজল কালো চোখ কপালে কুমকুম
পায়েতে তোড়া নাচে আওয়াজ রুমঝুম !
না বলা কথাটি না বলা থাক না
জীবন কেটে যাক বিরসে যাক না
হৃদয়ে তোলা থাক কুহকী কুহকী আশা
মনের অসুখে সুখ বিরহেই ভালোবাসা !
No comments:
Post a Comment