কলেজে দেখি, ' ফিগার অফ মেরিট ', বাইরে ফিগার
রূপ রঙ অথবা রঙচটা সৌন্দর্যের বাড়াবাড়ি
কলেজের বইখাতাগুলো অবজ্ঞায় হাতে ধরে রাখা
হাতে চুড়ি, সোনার দুগাছি বালা অথবা ঘড়ি
মুখের ব্রণ-মেছেতায় প্রসাধনের প্রচ্ছন্ন প্রলেপ !
দেহেতে ব্লাউজ আছে, হাতা তার, বগলেতে শেষ
সপ্তাহে বাড়িতে খোঁজে, কোনখানে একটু নিরালা
অন্তর্বাসও বুঝি আর অন্তরের নয়
বুক ফুটে বের হয়, বুকের সুরভি !
নাম তার বুঝি বা সুরভি, অথবা অর্চনাও হতে পারে
চেয়ে দেখে, চেয়ে চেয়ে দেখে
আমার চশমাপরা মুখখানি, নর্দমাপ্যান্ট, ছুঁচলো বুট
এবং তদুপরি আমাকেও !
বড় ভালো লাগে, ভালোলাগা ভালোবাসা জাগে বুঝি ধীরে
ভালো লাগে ট্রামে যেতে , মেয়েদের ভিড়ে !
রূপ রঙ অথবা রঙচটা সৌন্দর্যের বাড়াবাড়ি
কলেজের বইখাতাগুলো অবজ্ঞায় হাতে ধরে রাখা
হাতে চুড়ি, সোনার দুগাছি বালা অথবা ঘড়ি
মুখের ব্রণ-মেছেতায় প্রসাধনের প্রচ্ছন্ন প্রলেপ !
দেহেতে ব্লাউজ আছে, হাতা তার, বগলেতে শেষ
সপ্তাহে বাড়িতে খোঁজে, কোনখানে একটু নিরালা
অন্তর্বাসও বুঝি আর অন্তরের নয়
বুক ফুটে বের হয়, বুকের সুরভি !
নাম তার বুঝি বা সুরভি, অথবা অর্চনাও হতে পারে
চেয়ে দেখে, চেয়ে চেয়ে দেখে
আমার চশমাপরা মুখখানি, নর্দমাপ্যান্ট, ছুঁচলো বুট
এবং তদুপরি আমাকেও !
বড় ভালো লাগে, ভালোলাগা ভালোবাসা জাগে বুঝি ধীরে
ভালো লাগে ট্রামে যেতে , মেয়েদের ভিড়ে !
No comments:
Post a Comment