Thursday, September 29, 2016

বৃদ্ধ বয়স

বৃদ্ধ বয়সে
শরীরে অসমর্থতা।
নানান  ধরণের অসুস্থতা  আসে।
রোগভোগের কারণ  হয়।
ওঠাবসা চলাফেরা
প্রাত্যহিক কাজকর্মে
কষ্ট হয়।
বাড়ির লোকেরা গুরুত্ব দেয় না।
অবহেলা উপেক্ষা অবজ্ঞা করে।
কটুকাটব্য কথা বলে।
রাতে ভালো ঘুম হয় না।
কাশিতে কষ্ট হয়।
একাকিত্ব গ্রাস করে।

মৃত্যুতে অত্যন্ত কষ্ট হলেও
সব কষ্টের অবসান হয়।

বৃদ্ধ হলে   মৃত্যুই কাম্য!
মৃত্যুই নিয়তি   মৃত্যুই মহাকাল।

No comments:

Post a Comment