Thursday, September 29, 2016

কান্না ( এক )


চোখের কোটর তো
চোখের জলে
সামান্য ভেজা ভেজা
সর্বক্ষণ।
আলো ঠিকরে পড়লে
চোখ চকচক করে।
ভয়ে
বেদনায়
অবেগে
হতাশায়
আচ্ছনতায়
চোখের জল 
বেড়ে গিয়ে
টসটস করে   নিচের দিকে
নেমে আসলে
কান্না  হয়ে দাঁড়ায়।
গাল বেয়ে বেয়ে
নেমে আসা
নোনতা চোখের জলেও
চুমু খাওয়া যায় !

No comments:

Post a Comment