Monday, September 26, 2016

উত্তরণ ( দুই )

ভারতের সকল মানুষকে
নিজ নিজ কর্মফল ভোগ
কিংবা  উপভোগ করার জন্য
রাজনৈতিকভাবে  খণ্ডিত
দ্বিখণ্ডিত   ত্রিখণ্ডিত
বহুধা   খণ্ডিত
পুরনো  ভারতবর্ষের
নতুন  রূপ
এই  ভারতের
নব  ভারতের
অপৌরুষের  সনাতন ধর্মের
আশ্রয়  নিতেই হবে।

ভারতের  আধ্যাত্মিকতায়
ভারতের  জীবনদর্শনে
বেদে
বেদান্তের  শেষঅংশ   উপনিষদের  জ্ঞানভাণ্ডারের
আশ্রয়
নিজেকেই  খুঁটে  খুঁজে নিতে  হবে!

এটা  কোন ধর্মান্তকরণের  ব্যাপার নয়
কোন একক  ধর্মীয় বিশ্বাস
বা  সম্প্রদায় ভিত্তিক  বিশ্বাসের ব্যাপারও নয়।

এটা উত্তরণের ব্যাপার।
জীবনব্যাপী  সৎসাধনার  মহৎউত্তরণ!

No comments:

Post a Comment