Monday, September 26, 2016

ঈশ্বরের উপলব্ধি

জড়  পদার্থের  শক্তি
সুপ্ত  অবস্থায় থাকে।
বিবর্তনের  ধারায়
এই জড়ই
জীবজগৎ  সৃষ্টির
মাধ্যম  হয়ে দাঁড়ায়।
শাস্ত্রের  কথায়
ক্রমান্বয়ে
চুড়াশি লক্ষ  যোনি পেরিয়ে
মানুষ  জন্ম গ্রহণ করে!

মানুষের মনোজগৎ আছে
আছে মনন শক্তি
আছে আত্মোপলব্ধি
এবং  আত্মশক্তির বিকাশ।

এই  বিবর্তনের ধারায়
মানুষের  কা্ছে
বিমূর্ত  থেকে
অথবা  মূর্ত হয়ে
ঈশ্বর
আমাদের  কাছে
উপলব্ধ  হয়ে যান!

No comments:

Post a Comment