প্রথমে তোমাকে দেখলাম ।
তোমার দৃষ্টিরূপ
আলোক শিখায়
প্রতিভাত হল ।
মনের গহনে গিয়ে
তা রূপদৃষ্টিতে
পরিবর্তিত হল ।
তোমার বাইরের
সৌন্দর্য দীপ্তি
অভ্যন্তরের আন্তরিক
বুদ্ধি দীপ্তি
এবং আধ্যাত্মিক তত্ত্বের
মহান দৃষ্টি
আমায় বিমোহিত করল ।
তোমার মনের মাধুর্য
স্থূল থেকে সূক্ষ্ম
সূক্ষ্মতর থেকে সূক্ষ্মতম
পর্যায়ে উন্নীত হলো ।
তুমি আমি
অনাদি কালস্রোতে
ভেসে থাকা
জীবন প্রবাহ ।
সঙ্গমে ছুটে চলা
মিলিত সত্তার
বেণিবন্ধন ।
তোমার দৃষ্টিরূপ
আলোক শিখায়
প্রতিভাত হল ।
মনের গহনে গিয়ে
তা রূপদৃষ্টিতে
পরিবর্তিত হল ।
তোমার বাইরের
সৌন্দর্য দীপ্তি
অভ্যন্তরের আন্তরিক
বুদ্ধি দীপ্তি
এবং আধ্যাত্মিক তত্ত্বের
মহান দৃষ্টি
আমায় বিমোহিত করল ।
তোমার মনের মাধুর্য
স্থূল থেকে সূক্ষ্ম
সূক্ষ্মতর থেকে সূক্ষ্মতম
পর্যায়ে উন্নীত হলো ।
তুমি আমি
অনাদি কালস্রোতে
ভেসে থাকা
জীবন প্রবাহ ।
সঙ্গমে ছুটে চলা
মিলিত সত্তার
বেণিবন্ধন ।
No comments:
Post a Comment