Monday, September 5, 2016

ঊষা (দুই )

ঊষার  সখী চিত্রিতা
সে যোগিনী ছিল ।

চিত্রিতা
যোগ প্রভাবে


ঊষার স্বপ্নের পুরুষের
নামধাম পরিচয় জেনে
যোগসিদ্ধির কল্যাণে
অনিরুদ্ধকে
আকাশ পথে
দ্বারকা থেকে
শোনিতপুরের রমণীয় রাজবাড়িতে
সন্তর্পণে নিয়ে এসে
ঊষার সম্মুখে
উপস্থিত করল ।

এবার আর স্বপ্নদোষ নয়
ঊষার চরিত্রদোষ এসে গেল ।

ঊষা
সন্তানসম্ভাবনাময় রূপে
প্রকটিত হতে লাগলো !

No comments:

Post a Comment