আমাদের মা তো
এক জন্মের।
ঈশ্বর বহুজন্মের।
এমন কি
চুরাশি লক্ষ
জন্মেরও হতে পারেন
ঈশ্বর চিরকালের
চিরদিনের
চিরজন্মের প্রভু।
চলিষ্ণু এবং ক্ষয়িষ্ণু
এই বিশ্বসংসার।
আমরা পরম আত্মার
হাত ধরে
পরম পিতার
আশীর্বাদ নিয়ে
পরম মাতার
প্রসব বেদনায়
অঞ্জলি দিয়ে
পরার্থপর হয়ে
জীবন উৎসর্গ করতে পারি
তাতে
নিজের মনে জাগবে
ঈশ্বরের বোধ
আর তিঁনিই একমাত্র
আমাদের জীবনের বোধক!
এক জন্মের।
ঈশ্বর বহুজন্মের।
এমন কি
চুরাশি লক্ষ
জন্মেরও হতে পারেন
ঈশ্বর চিরকালের
চিরদিনের
চিরজন্মের প্রভু।
চলিষ্ণু এবং ক্ষয়িষ্ণু
এই বিশ্বসংসার।
আমরা পরম আত্মার
হাত ধরে
পরম পিতার
আশীর্বাদ নিয়ে
পরম মাতার
প্রসব বেদনায়
অঞ্জলি দিয়ে
পরার্থপর হয়ে
জীবন উৎসর্গ করতে পারি
তাতে
নিজের মনে জাগবে
ঈশ্বরের বোধ
আর তিঁনিই একমাত্র
আমাদের জীবনের বোধক!
No comments:
Post a Comment